স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও স্পন্সর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের আয়োজনে সারাদেশে চলমান রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন বৃহস্পতিবার বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। রবি সুপার ফাস্ট ইন্টারনেটের সৌজন্যে আয়োজিত এই ক্যাম্পেইনটিতে অংশ নিতে আগ্রহী ৪৬৫ জন তরুণ-তরুণী ভিড় জমায়।
এদের মধ্যে বোলিং গতির বাছাই প্রতিযোগিতায় মাত্র দুই জন উত্তীর্ন হয়েছে। এরা হলেন বগুড়ার সফিকুল ইসলাম সফিক এবং নওগাঁর একরামুল হক। সফিকুল ইসলাম আদর্শ অস্ট্রেলিয়ার ফার্স্ট বোলার মিশেল স্টার্ক। তাকে অনুসরণ করেই পেস বোলার হওয়ার স্বপ্ন দেখে এই উদীয়মান পেসার। সে ঘণ্টায় ১২৬ কিলোমিটার গতিতে বল করে পরীক্ষায় উত্তীর্ন হয়েছেন।
গতির প্রতিযোগিতায় আরেক বিজয়ী একরামুল হকের ইন-সুইং ও আউট-সুইং উভয় ক্ষেত্রেই দক্ষতার পরিচয় দিয়েছেন। তার বলের গতিও ছিল প্রতি ঘণ্টায় ১২৬ কিলোমিটার। এদিন বোলিংয়ে তাদের অসাধারণ নৈপূণ্য দেখে বিসিবির হাই পারফরমেন্স কোচ সারোয়ার ইমরানের নেতৃত্বে ৭ সদস্যের নির্বাচক প্যানেল এই দুইকে নির্বাচন করে নেন।
এদের কে ঢাকায় হাই পারফরম্যান্স ক্যাম্পে নিয়ে আসা হবে। শারীরিক সক্ষমতা ও দক্ষতার (ওজন, উচ্চতা, ফ্লেক্সিবিলিটি টেস্ট, নী টু ওয়াল) উপর ভিত্তি করে প্রতিযোগিতার বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস