স্পোর্টস ডেস্ক: রোনালদোর -বেলদের ফের জয়ের রাস্তায় ফিরিয়ে আনতেই রাতারাতি বেনিতেজকে সরিয়ে রিয়াল মাদ্রিদের কোচ করা হয়েছিল ক্লাবের সাবেক কিংবদন্তি জিনেদিন জিদানকে৷ রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার প্রস্তাব লুফে নিয়েছিলেন তিনি৷
চুক্তি, টাকা-পয়সা এই বিষয়গুলোকে মাথা থেকে বাদ দিয়েই দলের হাল ধরতে মাঠে নেমে গিয়েছিলেন তিনি৷ জিদান সফল৷ রিয়ালের ফর্ম বেনিতেজ জামানা থেকে অনেক ভালো৷ কিন্তু দশবারের ইউরোপ সেরা দলের হেড কোচের সঙ্গে সরকারি ভাবে এবার চুক্তিবদ্ধ হয়ে গেল ক্লাব৷
২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত রোনালদোর কোচ হিসেবে থাকবেন জিদান। তবে ঠিক কত টাকায় তাঁর সঙ্গে চুক্তি হয়েছে সে ব্যাপারে জানা না-গেলেও, এটা ঠিক যে তিনি রিয়ালের কোচ হিসেব যা পেতেন তাঁর থেকে অনেকটাই বেশি পাবেন৷
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস