বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:০৪:০৫

অস্ট্রেলিয়ার আরো এক ক্রিকেটার নিষিদ্ধ

অস্ট্রেলিয়ার আরো এক ক্রিকেটার নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: বাজি ধরার দায়ে আরও একজন অস্ট্রেলিয়ান প্রমিলা ক্রিকেটার নিষেধাজ্ঞার কবলে পড়েছেন। গত নভেম্বরে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যে হয়ে যাওয়া ঐতিহাসিক প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে ফ্লাডলাইটের আলোর সঙ্গে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছিল গোলাপি বল। আর সেই ম্যাচে বাজি ধরায় ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছেন ১৯ বছর বয়সী অস্ট্রেলিয়ান পেসার পিপা ক্লেরি।

এর আগে, বাজি ধরে নিষিদ্ধ হয়েছিলন আরেক অজি প্রমিলা ক্রিকেটার অ্যাঙ্গেলা রিকস। অ্যাঞ্জেলাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ক্লেরিকেও প্রথমে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। পরে তা ছয় মাসে নামিয়ে আনে সিএ। তার বিরুদ্ধে অভিযোগ, ডে-নাইট টেস্ট চলাকালীন ছয়বার বাজি ধরেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পার্থ স্কোরচার্সের খেলোয়াড় ক্লেরি। যার আর্থিক মূল্য ১৫.৫০ অস্ট্রেলিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৫১ টাকা।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে