স্পোর্টস ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে মাস্টার্স চ্যাম্পিয়ন্স লিগে (এমসিএল) অবিশ্বাস্য রান তুলেছেন শ্রীলঙ্কার ক্রিকেট দলের সাবেক অধিনাযক মাহেলা জয়াবর্ধনে। তার এই অবিশ্বাস্য রানের উপর ভরে করে ৬৩ রানের বিশাল ব্যবধানে জয় কুড়ান তারই দল সাগিত্তারিয়াস স্ট্রাইকার্স।
বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২২৭ রান করে সাগিত্তারিয়াস স্ট্রাইকার্স। দলের পক্ষে মাহেলা জয়াবর্ধনে ৬০ বল মোকাবেলা করে ১২৪ রান করেন। এই ইনিংস খেলতে ১০টি চার ও নয়টি ছয় মারেন জয়াবর্ধনে।
অ্যাডাম গিলক্রিস্ট বাহিনীর ২২৮ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৪ রান করে জ্যাক ক্যালিসের দল লিব্রা লেজেন্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রান করেন শন আরভিন
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস