স্পোর্টস ডেস্ক: ভারতের শিলং ও গৌহাটির ১৭টি ভেন্যুতে আগামীকাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমস। প্রতিযোগিতার মূল পর্ব শুরু হবে শনিবার চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
সাফ গেমসের যাত্রা হয় ১৯৮৪ সালে। নবম আসরে নাম পরিবর্তন করে সাউথ এশিয়ান গেমস গেমস (এসএ) রাখা হয়। ভারতে তৃতীয়বারের মতো হচ্ছে এই প্রতিযোগিতা। এর আগে ১৯৮৭ ও ১৯৯৫ সালে সাফ গেমেসের আয়োজক ছিল দেশটি।
এবারের আসরে প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ নেবেন। ২৩ ডিসিপ্লিনের এই প্রতিযোগিতায় বাজেট প্রায় ২০০ কোটি টাকার। টুর্নামেন্টকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে। গেমস উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এসএ গেমসের ২৩ ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ ২২টিতে অংশ নিচ্ছে। ডিসিপ্লিন গুলো হলো: আরচ্যারি, এ্যাথলেটিক্স, বক্সিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কাবাডি, শুটিং, সুইমিং, ভলিবল, তায়কোয়ানদো, ভারোত্তোলন, কুস্তি, সাইক্লিং, বাস্কেটবল, হ্যান্ডবল, ফুটবল, জুডো, টেনিস, হকি, খো খো, উশু ও স্কোয়াশ।
৪ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম