বৃহস্পতিবার, ০৪ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৫৩:০৭

হতাশ পাকিস্তানি গতির রাজা শোয়েব আখতার

হতাশ পাকিস্তানি গতির রাজা শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক: ২০০৩ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটারে বল করে গতির দানব হিসেবে নিজেকে বিশ্বের দরবারে তোলে ধরেছিলেন পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার শোয়েব আকতার। যার বোলিং আতষ্কে ক্রিজে কাঁপছিলেন অনেক ব্যাটসম্যান। ক্রিকেট মাঠে এখন আর বল হাতে  নামছেন তিনি। তবে গতিময় এই পেসার আধুনিক ক্রিকেট জগতে কিছু কার্য-কালাপ দেখে মাঝে মাঝে যে হতাশ হয়ে পড়ে অনেকই তা জানান। সাম্প্রতিক পাকিস্তানি এ গতিশীল রাজা মনে একটি হতাশর কথা উঁকি দিয়েছে।    

পাক-ভারত সিরিজ না হওয়া হতাশ পাকিস্তানি সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। ভারতীয় টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে শোয়েব আখতার বলেন, পার্শবর্তী দেশ দুটির মধ্যে খুব বেশি ক্রিকেট ম্যাচ না হওয়ায় বর্তমান প্রজন্ম চিরাচরিত প্রতিদ্বন্দ্বিতা মিস করছেন।

পাকিস্তানি এই গতির রাজা এখনো বিশ্বাস করেন, একে অপরের সঙ্গে নিয়মিত খেলার জন্য একটা পথ খুঁজে বের করা দরকার। উভয় দেশের ক্রিকেটাররাই প্রজন্ম থেকে প্রজন্ম এ ধরনের প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা সঞ্চয় করে আসছে। দ্বিপাক্ষিক সিরিজের প্রচন্ড চাপ থেকে উভয় দেশের ক্রিকেটাররাই পরিপক্কতা পেয়ে আসছে। সেই প্রতিদ্বন্দিতার সৌন্দর্য মিস করছে বর্তমান পজন্ম।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া সত্ত্বেও বিশ্বেও সেরা ফাস্ট বোলারদের একজন হিসেবে বিবেচিত আখতার আরো বলেন, ক্রিকেট ভক্তদের ন্যায় তিনিও এ মাসেই বাংলাদেশে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যকার দীর্ঘ প্রতিক্ষিত ম্যাচের দিকে তাকিয়ে আছেন তিনি।
৪ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে