স্পোর্টস ডেস্ক : সাক্ষী মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম। শুক্রবার সকালে দৃপ্তপদভরে পা বাড়ান টাইগার সেনানায়ক মেহেদি হাসান মিরাজ।
সবকিছু পরখ করছেন আম্পায়াররা। অনন্য এক দিনে জন্য অপেক্ষায় গোটা বাংলাদেশ। ক্রিকেটে অধরা মানিককে ছুঁইয়ে ইতিহাস গড়তে মাঠে নেমেছে বাংলাদেশ টিম।
এশিয়ার ছোট দেশ নেপালকে উড়িয়ে দেয়ার পণ টইগারদের। চলমান বিশ্বকাপে যে দুটি দেশ অঘটনের জন্ম দেয় তার একটি হলো নামিবিয়া আর অন্যটি হলো নেপাল।
গ্রুপ পর্বের ম্যাচে নামিবিয়াকে বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ সেরা হয় বাংলাদেশ। সেমিফাইনালে যেতে বাংলাদেশের বাধা এখন নেপাল।
মিরপুরের স্টেডিয়ামে শুরু হয়েছে টাইগারদের পদচারনা। অনুষ্ঠিত হয় টস। কোন দল ব্যাট করবে আর কোন দল ফিল্ডিং করবে শিগগিরই হচ্ছে সেটি পরিস্কার।
নামিবিয়াকে কোনো ছাড় দেয়নি বাংলাদেশ। তেমনি নেপালকেও বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার লক্ষ্য বাংলাদেশ টিমের।
বাংলাদেশ শুধু বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখে। আর এই যাত্রায় গুরুত্বপূর্ণ একটি সেসন মাঠে গড়াচ্ছে মিরপুরে।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর