স্পোর্টস ডেস্ক : একটি স্বপ্ন নিয়েই শুক্রবার সকালে মাঠে নামে দেশের ক্রিকেট যোদ্ধারা। বুকে যখন বিশ্বসেরা হয়ে বাজিমাত দেখানোর স্বপ্ন তখন দারুণ ছন্দ দেখা গেল লড়াইয়ের শুরুতেই।
আর মিরপুর স্টেডিয়ামে শুরুতেই দেখা গেল টাইগারদের ঝলক। টস জিতে নেপাল। টস জিতে ব্যাটিং নেয় নেপাল। আর বোলিংয়েই দারুণ সূচনা করে বাংলাদেশ।
আক্রমণে আসেন রানা ও সাইফুদ্দিন। দুই জনেই দারুণ বল করছেন নেপালের বিপক্ষে। টাইগারদের বিপরীত শিবিরে ওপেনিংয়ে নামেন ডামলা ও সুনার।
মাঠে দেখা যাচ্ছে তাদের ব্যর্থ চেষ্টার চিত্র। উজ্বীবিত গোটা টাইগার শিবির। সবাই যেন গর্জে উঠেছে দেশের জয়ের জন্য।
মাঠে সুনিপুন পদচারণা দলীয় অধিনায়ক মেহেদি হাসান মিরাজের। খেলার মাঠেই লড়াইয়ের রোড ম্যাপ বাতলে দিচ্ছেন তিনি। চার ওভারে প্রতিপক্ষের রান মাত্র ১৩।
৫ ফেব্রুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর