স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমানকে ডাক দেয়া পাকিস্তানের সুপার লিগে খেলার জন্য। এই খবরটি শুনে আনন্দে আত্মহারা হয় মুস্তাফিজুর রহমান।
কিন্তু এবার এই ইস্যুতেই নানা কথা বলে সবাইকে কাঁদিয়ে দিলেন সেই মুস্তাফিজুর রহমানই। তামিমদের সাথে পিএসএল খেলতে না যেতে পারার কষ্টে মুখ খুলেন মুস্তাফিজ।
খুবই করুণ ছিল মুস্তাফিজের কন্ঠস্বর। তার কথায় চোখে পানি আসতে পারে আপনারও। মুস্তাফিজ বলেছেন, আমার বড় বড় স্বপ্ন ছিল বিদেশের মাটিতে খেলার।
সিনিয়রদের সাথে খেলার জন্য আমার অনেক ইচ্ছা ছিল। মুস্তাফিজ বলেন, যখন জানতে পারলাম আমি ক্রিস গেইলের দলে খেলব। তখন আরো আনন্দিত হই।
কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেল। আমি এই আসরের আগে সুস্থই হতে পারলাম না। মুস্তাফিজ আক্ষেপ করে বলেন, আরব আমিরাতে আমি খেলতে পারলে আমার আসল বলগুলো ওখানে করতে পারতাম।
তিনি আরো আক্ষেপ করে আরো বলেন, সাকিব ভাই, তামিম ভাই ও মুশফিক ভাই চলে গেল কিন্তু আমি যেতে পারলাম না।
মুস্তাফিজ বলেন, জীবনে প্রথম বারের মত একটি বিদেশি টুর্ণামেন্টে খেলব বলে আশায় ছিলাম। কিন্তু সে আশা পূরণ হলো না।
মুস্তাফিজ বলেন, আমার যেগুলো বিশেষ বল...স্লোয়ার বা কাটার, ওগুলোর কিছুই করছি না এখন। কিন্তু ওখানে করতে চেয়েছিলাম।
প্রসঙ্গত, ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় পাকিস্তানের সুপার লিগ। সেখানে যাওয়া হয়নি মুস্তাফিজের। এখন বিসিবির বিশেষ সিদ্ধান্তে ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন তিনি।
৫ ফেব্রুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর