স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের ধামাকা শুরু হয় ৪ ফেব্রুয়ারি । উদ্বোধনী ম্যাচেই চমক দেখিয়ে বিশ্বমিডিয়ার শিরোনাম হন এক পাকিস্তানি তারকা।
বৃহস্পতিবার মুখোমুখি হয় মিসবাহ উল হকের ইসলামাবাদ ইউনাইটেড ও কোয়েটা গ্রাডিয়েটর্স। এই লড়াইয়ে শোচনীয় পড়াজয় হয় ইসলামাবাদের।
বাজিমাত দেখায় কোয়েটা গ্রাডিয়েটর্স। একই সাথে চমকে দেন কোয়েটার হয়ে মাঠে নামা ইয়ং ট্যালেন্ট মোহাম্মদ নওয়াজ।
মিসবাহর দল শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে করে ১২৮ রান। আর রান চেপে ধরার নায়ক নওয়াজ।
নওয়াজ ৪ ওভার বল করে মাত্র ১৩ রান দেন। টি-টোয়েন্টিতে যা প্রত্যাশাই করা যায় না। একই সাথে নেন ৪টি উইকেট।
অন্যদিকে ব্যাট হাতে ২২ রান করে মাত্র ১৬ ওভারে দলের জয় নিয়ে মাঠ ছাড়ের নওয়াজ। দেশ-বিদেশের মিডিয়ায় এখন এই নওয়াজের বন্দনা।
সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটা এদিন ৮ উইকেটে জয় তুলে নেয়। দলের পক্ষে ৮৬ রান করেন রাইট। নওয়াজ রাইটের সাথে ওই রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এদিন ইসলামাবাদের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন মিসবাহ। অন্যদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করে ক্যারিবীয় তারকা অ্যান্ড্রে রাসেল।
কিন্তু নওয়াজের চমকের ম্যাচে হতাশই হতে হয় ইসলামাবাদের ক্রিকেটারদের। এ জয়ে প্রাথমিক পর্বের লড়াইয়ে খানিকটা এগিয়ে গেল কোয়েটা।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর