স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে বিশ্বকাপ যাত্রায় বাংলাদেশ এখন এখন নেপালের বিরুদ্ধে অগ্নি পরীক্ষায়। শুক্রবার সকালে দারুণ সূচনা করে বাংলাদেশ।
সাফল্য পান বাংলাদেশের বোলাররা। তবে এর আগে বড় বড় দেশকে কাঁদিয়ে দেয়া নেপালের ক্রিকেটারদের মধ্যে একজন তারকা জ্বলে উঠেছেন মিরপুরে।
টাইগার বোলাররা সফল হলেও তাকে আউট করতে পারছেন না। এরই মধ্যে হাফসেঞ্চুরি করে কঠিন লড়াইয়ের আভাস দিচ্ছেন নেপালের অধিনায়ক ও উইকেট কিপার ব্যাটসম্যান রিজল।
এই রিজলের বিরুদ্ধে বয়স বাড়িয়ে খেলতে আসার অভিযোগ আনা হয়েছে। যুবাদের বিপক্ষে ব্যাট করছেন বয়স চোর অভিজ্ঞ রিজল।
এরই বয়স চোর ৬৬ রান করেছেন। তবে ফের স্কোর বোর্ডে দৃষ্টি দিতেই দেখা গেল রিজল ৭২ রানে বিদায় নিয়েছেন।
আর এটাই হতে যাচ্ছে নেপালের ব্যাটসম্যানদের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এই বয়স চোরই যা টাইগারদের ভয় দেখালেন। সর্বশেষ রিপের্টে ৫ উইকেট হারিয়ে ৩৩ ওভারে ১৪৬ রান করেছে নেপাল।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর