শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৬:৫৭

সুখবর, নেপালের বিপক্ষে চমক দেখিয়েছে টাইগার বোলাররা

সুখবর, নেপালের বিপক্ষে চমক দেখিয়েছে টাইগার বোলাররা

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে এরই মধ্যে মূল চমকটা দেখিয়েছে টাইগার বোলাররা।  ব্যাটিংয়ে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন টাইগার ব্যাটসম্যানরা।

বাংলাদেশের হুমকি ছিল নেপাল। আর এই নেপালের সাথে বিশেষ পর্বের শক্তি পরীক্ষা এরই মধ্যে শেষ হয়েছে। আর তাতে সুখবর টাইগার ভক্তদের জন্য।

মূল চমকটা দেখানো হয়েছে বাংলাদেশের বোলারদের। নেপালের মূল ব্যাটসম্যানরা সবাই সাজঘরে। নেপালের পক্ষে ভয়ঙ্কর ইনিংস খেলেন বয়স চোর বিজল।

নিজের ৭২ রানে বিজল ফিরে যান। এরই মধ্যে প্রথম সারির ৬ জন বিদায় নিয়েছেন। এখন ব্যাট করবেন কয়েকজন অনভিজ্ঞ বোলার। টাইগার বোলারদের মধ্যে সাইফুদ্দিন ২টি, রানা ও শাওন ১টি করে উইকেট পান।

৪০ ওভারের খেলা শেষে নেপালের রান ১৬০। ধারনা করা যায় দুইশর কাছাকাছি থাকবে নেপালের সংগ্রহ। আর তাতে ভয়ের কিছু নেই বাংলাদেশের জন্য।

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ভালো করবে আগাম সুখবর দেয়াই যায়। নেপালের এই সংগ্রহে অবদান কিন্তু ৬ বছর বয়স কমিয়ে খেলতে আসা বিজলের।

বিজলের বিষয়ে হচ্ছে তুমুল সমালোচনা। আইসিসিও এই বিতর্কের জন্য মোটেই কম দায়ী নয়। এই বিতর্ক আরো তীব্র হয়ে উঠতে পারে।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে