শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৩৪:০১

অবাক হবেন আপনি, পরিসংখ্যানে শচীনের চেয়ে অনেক উপরে কোহলি

অবাক হবেন আপনি, পরিসংখ্যানে শচীনের চেয়ে অনেক উপরে কোহলি

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দুনিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বলা হয় শচীন টেন্ডুলকারকে। কিন্তু কয়েকটি পরিসংখ্যানে দেখা যায় বিরাট কোহলি শচীনের অনেক উপরে অবস্থান করছেন।

বিরাট কোহলি প্রায় প্রতিটি সিরিজেই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান করছেন। আকাশ ছোঁয়া স্বপ্নের পথে এখনই হাঁটতে শুরু করেছেন।

ভারতের গ্রেট ক্রিকেটার শচীনকে হারিয়ে দেয়ার জন্যই যেন ছুটছেন বিরাট কোহলি। শচীন ও কোহলিকে একটি পরিসংখান দিয়ে যাচাই করতে পারেন আপনারাও।  

৪১ টি টেস্ট ম্যাচের পরিসংখ্যানে শচীন ও বিরাটের পারফর্ম।
 
শচীন- টেস্ট ৪১, রান ২৯১১, সর্বোচ্চ ১৭৯, শতরান-১০, অর্ধশতরান-১৪
বিরাট- টেস্ট ৪১, রান-২৯৯৪, সর্বোচ্চ ১৬৯, শতরান-১১, অর্ধশতরান-১২

১৭১ টি আন্তর্জাতিক একদিনের ম্যাচের পরিসংখ্যানে শচীন ও বিরাট কোহলি

শচীন-রান- ৫৮২৮, সর্বোচ্চ-১৩৭, শতরান-১২, অর্ধশতরান-৩৬
বিরাট-রান- ৭২১২, সর্বোচ্চ-১৮৩, শতরান-২৫, অর্ধশতরান-৩৬ (তথ্য সূত্রঃ জি নিউজ)
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে