শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:৫৫:০৫

বাংলাদেশকে লড়াকু টার্গেট দিয়েছে নেপাল, নিতে চায় জয় ছিনিয়ে

বাংলাদেশকে লড়াকু টার্গেট দিয়েছে নেপাল, নিতে চায় জয় ছিনিয়ে

স্পোর্টস ডেস্ক : ব্যাটিং শেষ করেছে নেপাল। বাংলাদেশের বিপক্ষে বিশাল স্কোর গড়ার স্বপ্ন ছিল নেপালের। কিন্তু স্বপ্ন ভেঙে দেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

রিজলের ব্যাটে বিশাল স্কোর গড়ার পথে কিছুটা এগিয়েও যায় নেপাল। কিন্তু টাইগার বোলার জাকির হোসেনের রান আউটের শিকার হন তিনি।  

৭২ রান করে বিদায় নেন রিজল। কিন্তু এর পরেও হাঁটি হাঁটি পা পা করে কম যায়নি নেপাল। রিজল বিদায় নেন ১৪৬ রানে। বাংলাদেশকে নিজেদের জন্য লড়াকু টার্গেট দিয়েছে নেপাল, আর তাকে নিতে চায় জয় ছিনিয়ে।

আর ৫০ ওভার খেলা শেষে একটি উইকেট হাতে রেখে মাঠ ছাড়ে নেপাল। টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে আপতত দৃষ্টিতে যেটি মনে সেটি হলো ম্যাচ জয়ের জন্য প্রয়োজনীয় রান করতে পারেনি নেপাল।

২১১ রান করেছে নেপাল। ২১২ রানের টার্গেটে ব্যাট করতে মাঠে নামছে বাংলাদেশ। রিজলের ৭২ রানের পরে দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার ডালমা।

দলের মূল বোলার অ্যারি ও টামাং দুই জনেই করেন ২২ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে সাইফুদ্দিন ২টি ও মিরাজ, শাওন, রানা প্রত্যেকে ১টি করে উইকেট পান।

সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত বল করেছেন রানা। বেশি রান দিয়েছে সায়েম সরকার। গড়ে আটের উপরে রান দেন সরকার। রানার বোলিং গড় ৩।  
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে