স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালের ম্যাচকে গুরুত্ব দিয়ে দেখেছে দুই দেশই। নেপাল সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে লড়াইয়ের মাঠে টিকে থাকার জন্য।
হয়তো নেপালের আশার গুড়ে বালি হতে যাচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ২১২ রানের লক্ষ্য মাথায় নিয়ে ব্যাট করতে নামেন পিনাক ঘোষ ও সাইফ হাসান।
কিন্তু ব্যাটিংয়ে বাংলাদেশের যাত্রাটা মোটেই ভালো হয়নি। সাইফ হতাশ করেছেন বাংলাদেশ টিমকে। ২১ টি বল খেলে করেছেন মাত্র ৫ রান। বড় একটি অঘটন এটি!
বাংলাদেশকে শিবিরে এই আঘাত হানেন নেপালের অলরাউন্ডার ডামলা। সর্বশেষ রিপোর্টে পিনাক ঘোষ ১৮ বলে ১২ রান করেছেন।
৩ নম্বরে ব্যাট করতে নেমেছেন জয়রাজ শেখ। ৬ ওভার ৩ বল শেষে বাংলাদেশের রান মাত্র ১৭। রিপোর্ট মোতাবেক টাইগারদের ব্যাটিং ঝলকটা দেখা যাচ্ছে না।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর