শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৩:২২

‘এইমূহুর্তে বিশ্বের সেরা দল বাংলাদেশ’

‘এইমূহুর্তে বিশ্বের সেরা দল বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক : মিরপুরে লড়াই করছে এশিয়ার দুটি দেশ। নেপাল ও বাংলাদেশের ম্যাচে ধারাভাষ্যকক্ষে গিয়ে বাড়তি হাওয়া যোগ করেন মাশরাফিদের কোচ হাথুরুসিংহে।

কোচের স্বদেশি সাবেক ক্রিকেটার রাসেল আর্নল্ড ছিলেন সেখানে। বাংলাদেশ দলের পক্ষে বেশ সাফাই গেয়ে ধারাভাষ্য দেন কোচ হাথুরুসিংহে।

অনুশীলন জার্সি পরেই ধারাভাষ্য কক্ষে প্রবেশ করেন হাথু। পরে বাংলাদেশ দল নিয়ে তিনি বলেন, এই দলটি শুরু থেকেই দারুণভাবে আত্মবিশ্বাসী।

বাংলাদেশ যুব দলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন ভবিষ্যতে দেশের হাল ধরবেন বলে মন্তব্য করেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশ ২০১৫ সালে প্রথম কোয়ার্টার ফাইনালে খেলে।

এ বিষয়ে রাসেল জানতে চাইলে বাংলাদেশের এই কোচ বলেন, এটা একটা বড় অর্জন। বাংলাদেশের ক্রিকেটারদের দীর্ঘদিনের চেষ্টার ফসল এই সাফল্য।

পরে তিনি বলেন, আমার কাছে এই মুহূর্তে বিশ্বের সেরা দলটির নাম হলো বাংলাদেশ। মাশরাফির দল ছোট ছোট প্লান করে সামনে অগ্রসর হয় বলে জানান তিনি।
৫ ফেব্রুয়ারি ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে