শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৫৮:৫০

মিরপুরে টাইগাররা নেগেটিভ-পজিটিভে, ষড়যন্ত্রের ঘ্রাণ!

মিরপুরে টাইগাররা নেগেটিভ-পজিটিভে,  ষড়যন্ত্রের ঘ্রাণ!

স্পোর্টস ডেস্ক : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও নেপালের ম্যাচ নিয়ে কয়েকদিন আগেই পাওয়া যায় নতুন এক ষড়যন্ত্রের ঘ্রাণ। এই ষড়যন্ত্র পাড়িয়ে বাংলাদেশ টিম সাফল্য পেলেও এটি নিয়ে হবে তুমুল আলোচনা।

২০১৫ বিশ্বকাপে ধোনিদের বিপক্ষে টাইগারদের ম্যাচে ঘটেছিল বিপত্তি। ২০১৬ সালের শুরুতে যুবাদের বিশ্বকাপে আর একটি ষড়যন্ত্রের ঘ্রাণ পাওয়া যায়।

অনুর্ধ্ব-১৯ দলের টুর্নামেন্টে ২৫ বছরের বিজল কিভাবে অংশ নেয় সেই প্রশ্ন জাগছে চরমভাবে। যাইহোক আশার আলো দেখলেও মিরপুরে নেপালের বিপক্ষে বাংলাদেশের অবস্থা অনেকটাই করুণ।

৭২ রান করে বিতর্কিত বিজল গড়েন ব্যবধান। খেলার সর্বশেষ পরিস্থিতি নেগেটিভ-পজিটিভে। কিন্তু এই ধরনের অবস্থা কাম্য ছিল না মোটেই। সর্বশেষ রিপোর্টে টাইগারদের ৩৫ বলে ৩৫ রান দরকার।
৫ ফেব্রুয়ারি ২০১৬/ এমটিনিউজ২৪/হাবিব/এইচআর 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে