স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে কঠিন লড়াই হয় বাংলাদেশের। বাংলাদেশ নেপালের রানের চাকা নিয়ন্ত্রণ করে। কিন্তু জবাবে নেপালও কম করেনি।
নেপাল শুরু থেকেই নিয়ন্ত্রিত বল করে। বাংলাদেশের হাসি ম্লান হয়ে যায়। কিন্তু দেশের হাল ধরেন দলীয় অধিনায়ক মিরাজ।
মিরাজ যোগ্য হাতিয়ার হিসাবে পান জাকিরকে। শেষের দিকে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু তাদের ব্যাট হয়ে ওঠে তলোয়ারের মত।
আর তাতেই শেষ হয় সব ষড়যন্ত্র। সেমিফাইনালে ওঠে বাংলাদেশের যুব দল।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর