স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার চূড়ান্ত দল ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলবে ভারতের এই দলই। যুবরাজ সিং, হরভজন ও আশিষ নেহরা। এশিয়াকপ ও বিশ্বকাপে ধোনির বাজি এ তিন ‘বুড়ো’ ঘোড়া।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আগামী সপ্তাহে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু এশিয়া কাপ ও টি টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই দলে ফিরবেন কোহলি। ভারতের টেস্ট অধিনায়ক কোহলির পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হচ্ছে মণীশ পান্ডে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে জায়গা পাওয়ার জন্য লড়াই হবে অজিঙ্ক রাহানে ও মণীশ পান্ডের মধ্যে। সিডনিতে শতরান পেয়েছিলেন মণীশ। দলে সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন যশপ্রীত বুমরাহ। তাঁকেও বিশ্বকাপের দলে দেখা যেতে পারে। যুবরাজ সিংহকে নিয়ে প্রথমে সংশয় দেখা গেলেও, শেষ টি-টোয়েন্টি ম্যাচে যুবির পারফরম্যান্স প্রমাণ করেছে, তিনি এখনও বিশ্বকাপে নজর কাড়তে পারেন।
ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরা, আশিষ নেহরা, হরভজন সিং, মোহাম্মদ সামি, পবন নেগি।
৫ ফেব্রুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস