স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সুপার লিগে জমজমাট আসর গতকাল থেকে শুরু হলেও বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান ও বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের মহারণ আজ।
সাকিব-মুশফিকদের ম্যাচটি দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকেল ৫টায়। তাদের দল পেশোয়ার জালমির মুখোমুখি হবে লাহোর। একই মাঠে বাংলাদেশ সময় রাত ১০টায় তামিমের দল করাচি কিংস মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের।
এবার মুস্তাফিজ নয় গেইলের গায়ের কাঁটা হলেন সাকিব আল হাসান। গেইল খেলবেন লাহোর কান্দাহারের পক্ষে। অন্যদিকে সাকিব খেলবেন করাচি কিংসের হয়ে। ধুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই লড়াই। বাংলাদেশে খেলাটি সরাসরি দেখা যাবে জিটিভিতে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে পিএসএলের এবারের আসর ঘিরে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের একটু বাড়তি উম্মাদনা আছে। এর কারণ বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের অংশগ্রহণ।
৫ ফেব্রুয়ারি,২০১৫/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস