স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের দীর্ঘ ১৮ বছরের প্রচেষ্টা সুফল হলো বাংলাদেশে চলমান যুব বিশ্বকাপের সেমিতে খেলার যোগ্যতা অর্জনের মধ্যে দিয়ে। শুক্রবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নেপাল অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত শেষ চারের টিকিট লাভ করে স্বাগতিক যুবারা।
এর আগে বাংলাদেশ ক্রিকেটে বৈশ্বিক কোনো টুর্নামেন্টে সফল হতে পারেনি। অবশেষে দীর্ঘ ১৮ বছরের আক্ষেপ ঘুচালো যুব টাইগাররা। নেপালের ছুয়ে দেয়া রান তাড়া করতে নেমে ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়েছিল বাংলাদেশ। এমন অবস্থাতেও নেপালের বিপক্ষে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।
যুব বিশ্বকাপে বাংলাদেশ দল প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে। এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা প্রথমবারের মতো যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছি। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের প্রথম পরিকল্পনাই ছিল সেমিফাইনাল খেলব। আমাদের ভেতর এই বিশ্বাসটা ছিল। এজন্যই এটা করতে পেরেছি আমরা। আমরা কিন্ত চাপের মধ্যেই ভালো খেলি। শেষ পর্যন্ত সেটা হয়েছে। কারণ সবার ভেতর বিশ্বাসটা আছে বলেই আমরা সেটা সফলভাবে করতে পেরেছি।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস