শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৩৮:৫২

পিএসএলে আমিরের দুর্দান্ত হ্যাট্রিক

পিএসএলে আমিরের দুর্দান্ত হ্যাট্রিক

স্পোর্টস ডেস্ক: নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই বোলিং যাদু দেখাচ্ছেন পাকিস্তানের তারকা বোলার মোহাম্মদ আমির। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় ম্যাচে লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে মাঠে নেমে দুর্দান্ত এক হ্যাট্রিক করেছেন তিনি।  মোহাম্মদ আমির আর সাকিব আল হাসান উভয়ই খেলছেন করাচি কিংসের হয়ে।

লাহোর কালান্দার্সের বিপক্ষে ১৯তম ওভারের বল করার জন্য আমিরের হাতে বল তুলে দেন করাচির অধিনায়ক শোয়েব মালিক। লাহোরের রান তখন ৪ উইকেট হারিয়ে ১১৫। ব্যাটসম্যান ডোয়াইন ব্রাভো এবং মোহাম্মদ রিজওয়ান। প্রথম বলে আমিরের কাছ থেকে ২ রান নিলেন ব্রাভো। ব্রাভোকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখালেন আমির। একেবারে মিডল স্ট্যাম্প উড়িয়ে দেন তিনি।

এরপর উইকেটে আসেন জোহাইব খান। আমিরের বলটিকে স্কুপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কানায় লেগে গিয়ে জমা পড়লো উইকেটরক্ষকের হাতে। ওভারের চতুর্থ বলে ব্যাট করতে আসেন ক্যভন কুপার। একেবারে ফুল লেন্থের বল। মিডল স্ট্যাম্প বরাবর। কুপার ব্যাট এগিয়ে এনেও পার পেলেন না। বল গিয়ে আঘাত হানলো তার প্যাডে। আবেদন জানাতেই আঙ্গুল তুলে দিলেন আম্পায়ার।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে