শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫৫:৩১

বিশ্বকাপে রিভাই আমার ভাগ্য বদলে দেবে : জাদেজা

বিশ্বকাপে রিভাই আমার ভাগ্য বদলে দেবে : জাদেজা

স্পোর্টস ডেস্ক : আংটি বদল করলেন রবীন্দ্র জাদেজা৷ রিভাবা সোলাঙ্কির সঙ্গেই শুক্রবার রাজকোটে নিজের রেস্তোরাঁ ‘জাদ্দু’স ফুড ফিল্ড’-এ আনুষ্ঠানিকতা সেরে নিলেন ভারতীয় দলের এই স্টার অলরাউন্ডার৷

মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রিভাবাই ক্রিকেটার জাদেজার জীবনে সৌভাগ্য বয়ে নিয়ে আসবে বলে জানান জাদ্দুর৷

আংটি বদলের পর সাংবাদিকদের জাদেজা বলেন, ক্রিকেটে ভাগ্য অনেক বড় ফ্যাক্টর৷ আশা করছি, ক্রিকেটে ও ব্যক্তিগত জীবনেও রিভা আমার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসবে৷ নতুন বছরের প্রথম দু’টো মাস আমার ভালোই কেটেছে৷

তিনি বলেন, আশা করছি এনগেজমেন্টের পর বাকি দশ মাসও আমার ভালোই যাবে৷ প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার৷ আমি আশাবাদী ভালো পারফরম্যান্সের ব্যাপারে৷

আংটিবদল করলেও রিভাকে কবে বিয়ে করবেন জাদেজা সে ব্যাপারে নিশ্চিত নন তিনি৷ জাদ্দু বলেন, ক্রিকেটের জন্য আমাকে প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়৷ আমি নিশ্চিত যে, সময় বের করে বিয়েটাও করে ফেলব৷

জাদেজার আংটি বদল অনুষ্ঠানে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব নিরঞ্জন শাহ ও রাজকোটের পুলিশ কমিশনার মোহন ঝাসহ গুটিকয়েক অতিথি উপস্থিত ছিলেন৷

যদিও কোনো ক্রিকেটারকে দেখা যায়নি অনুষ্ঠানে৷ যদিও সৌরাষ্ট্র রঞ্জি দলের আমন্ত্রন ছিল এ অনুষ্ঠানে৷ কিন্তু বিদর্ভের সঙ্গে কোয়ার্টার ফাইনালের জন্য খেলোয়াড়রা আসতে পারেননি৷
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে