স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সুপার লিগের জমজমাট আসরের দ্বিতীয় দিনে গর্জে উঠেছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। প্রথমে বল হাতে প্রতিপক্ষ লাহোর ক্যালেন্ডার্সের ব্যাটস্যমানদের তাণ্ডব দেখিয়ে এখন ব্যাট হাতে মাঠ কাঁপাচ্ছেন বাংলাদেশি এই ক্রিকেটার।
শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে লাহোর ক্যালেন্ডার্সের মুখোমুখি হয় সাকিবের দল করাচি কিংস। প্রথমে টসে জিতে ব্যাট করতে নামেন লাহোর ক্যালেন্ডার্স। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করতে সক্ষম হয় ক্রিজ গেইলের দলে। করাচি হয়ে ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন সাকিব। তার শিকারে পড়েন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ আজাহার আলি।
১২৫ রানে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানের মাথায় উইকেট হারায় করাচি কিংস ।এরপর ব্যট হাতে ক্রিজে আসেন বিশ্বসেরা এ অল রাউন্ডার । শেষে খবর পাওয়া পর্যন্ত করাচির সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৭ রান। ব্যক্তিগত ৩০ রান নিয়ে ক্রিজে আছে সাকিব। ২ চার এবং ২ ছক্কার সাহায্যে সাকিব এই রান তুলতে সক্ষম হন।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস