শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০৬:১৭

১০০ ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে যুবরাজ-শচীনসহ ৫ ক্রিকেটার

১০০ ক্যান্সার আক্রান্ত শিশুর পাশে যুবরাজ-শচীনসহ ৫ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: বিশ্ব ক্যানসার দিবসে মরণব্যাধি ক্যান্সারে ১০০ জন শিশুর পড়াশোনার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার যুবরাজ সিং। আর যুবরাজের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পাশে দাঁড়িয়েছেন লিটিল মাস্টার শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাহির খান।

বৃহস্পতিবার পালিত বিশ্ব ক্যানসার দিবসে যুবরাজ ‘টুগেদার উই ক্যান’ নামে এক অর্থ সংগ্রহ অভিযান ঘোষণা করেছেন। আড়াই কোটি টাকা তোলার লক্ষ্য স্থির হয়েছে। অভিযান আজ থেকে শুরু হয়েছে।
ক্যান্সারের বিরুদ্ধে এ লড়াইকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুবরাজ।

তিনি বলেছেন, যত সেঞ্চুরি করেছি, তার বাইরে আমার কাছে সবচেয়ে গর্বের ব্যাপার হল, ১০০ ক্যান্সার-পীড়িত শিশুর শিক্ষার দায়িত্ব নেওয়া। আপনারাও আসুন আমার সঙ্গে।

যুবরাজের উদ্দেশ্য, সংগৃহীত অর্থে ১০০টি ক্যান্সার আক্রান্ত শিশুকে প্রাথমিক ও উচ্চ শিক্ষায় স্কলারশিপ দেওয়া। প্রায়ই এই শিশুদের পরিবার ওদের চিকিৎসার পিছনে সর্বস্ব খরচ করে ফেলতে বাধ্য হয়। ফলে ওদের পড়াশোনার পিছনে খরচ করার জন্য হাতে কিছুই অবশিষ্ট থাকে না। ওরা মূলত সমাজের নীচুতলার বাসিন্দা। যুবরাজ-রা ওদের কথাই ভেবেছেন।-এবিপি
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে