শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১৩:৩৮

দুবাইয়ে সবাইকে তাক লাগিয়ে পুরস্কার পেলেন সাকিব

দুবাইয়ে সবাইকে তাক লাগিয়ে পুরস্কার পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের পারফরম্যান্সে শুক্রবার পাকিস্তান সুপার লীগের (পিএসএল) খেলায় সাত উইকেটের জয় পেয়েছে করাচি কিংস। এ ম্যাচে সাকিব ব্যাট হাতে ৩৫ বল মোকেবলা করে ৫১ রান করেছেন। আর বল হাতে নিয়েছেন একটি উইকেট।  নিজের প্যথম ম্যাচেই সবাইকে তাক লাগিয়ে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন বাংলাদেশি এ ক্রিকেটার।

শুক্রবার আবু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান করে লাহোর কালান্দার্স। জবাবে সাকিব আল হাসানের দল করাচি কিংস ১৫.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়।  

করাচি হয়ে  ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন সাকিব। তার শিকারে পড়েন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ আজাহার আলি। ১২৫ রানে জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানের মাথায় উইকেট হারায় করাচি কিংস । এরপর  ব্যাট হাতে ক্রিজে আসেন সাকিব। জুটি গড়ে সিমন্সের সাথে।  তাদের জুটি থেকে আসে ১১৩ রান। যার মধ্যে টাইগার সাকিবের  ৫১ রান এবং সিমন্সের ৬২ রান। সাকিব ৫১ রান তুলতে খরচ করেছেন ৩৫ বল। ৩ চার এবং ২ ছক্কার সাহায্যে সাকিব এই রান তুলতে সক্ষম হন। তবে ম্যাচে শেষে আউট হয়ে সাজঘরে ফেরেন সাকিব। মূলত তাদের এমন টর্নেডো ইনিংসের উপর ভরে করে নিজেদের প্রথম খেলা ম্যাচ জিতে নেন করাটি কিংস।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে