স্পোর্টস ডেস্ক: ব্রাজিলিয়ান ফুটবল তারকার বিরুদ্ধে দুদিন আগে ব্রাজিলে জালিয়াতির অভিযোগে যে মামলা করা হয়েছিল, সেই মামলাটি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন আদালত। সেই হিসেবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন নেইমার ও ভক্তরা।
নেইমার, তাঁর বাবা এবং সংশ্লিষ্ট দুই ক্লাব সান্তোস ও বার্সেলোনার বিরুদ্ধে কর ফাঁকি ও মিথ্যা কাগজপত্র দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার ব্রাজিলের এক আইনজীবী একটি মামলা করেছিলেন। ওই আইনজীবী তার অভিযোগে উল্লেখ করেছেন নেইমার তাঁর স্বত্ব বিক্রি করে পাওয়া আয়ের বিপরীতে দেশটির রাজস্ব বোর্ডে যে কর জমা দেওয়ার কথা ছিল, তার চেয়ে অনেক কম দিয়েছেন।
কিন্তু আদালত গতকাল মামলাটি নিতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ, রাজস্ব ফাঁকির অভিযোগ বিষয়ে এখনও ব্রাজিলের রাজস্ব বোর্ডই তাদের তদন্তের কোনো রায় জানায়নি।
মামলাটির বিচারক মাতেয়াস কাস্তেলো ব্রাঙ্কো ফিরমিনো দা সিলভা বলেছেন, ‘ফেডারেল সুপ্রিম কোর্ট মনে করে, দাপ্তরিক কোনো চূড়ান্ত সিদ্ধান্ত (রাজস্ব বোর্ডের রায়) আসার আগে কর ফাঁকির এই অভিযোগ গ্রহণযোগ্য নয়।’ বিচারকের মতে, যে তথ্য–প্রমাণের ওপর ভিত্তি করে মামলাটি চলবে, সেটিই এখনো তৈরি হয়নি। সূত্র: রয়টার্স।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম