শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩৭:৩৮

ক্রিকেট গ্রেট ভিভ রিচার্ডসের সঙ্গে উচ্ছ্বসিত মুশফিক

ক্রিকেট গ্রেট ভিভ রিচার্ডসের সঙ্গে উচ্ছ্বসিত মুশফিক

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ খেলতে বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল এখন দুবাইয়ে। বৃহস্পতিবার বিকেলে তারা দুবাইয়ে পৌঁছান। আর সেখানে গিয়েই কিংবদন্তী ক্রিকেট গ্রেট ভিভ রিচার্ডসের দেখা পেয়ে যান। রিচাডর্সের সঙ্গে দেখা হওয়ার এই মুহুর্তটিকে স্মরনীয় করে রাখতে সঙ্গে সঙ্গেই একটা ছবি তুলে ফেললেন মুশফিক।

আর সেই ছবি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেছেন মুশফিক। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘দেখুন তো কাকে দেখা যাচ্ছে এখানে? তিনি, আর কেউ নন, স্যার ভিভিয়ান রিচার্ডস।

টিম হোটেলের সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে মুশফিক সেখানে লিখেছেন, আজ ম্যাচ ডে। আমাদের জন্য সবাই দোয়া করবেন।

ভিভ রিচার্ডস উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বিচারে স্যার ডন ব্র্যাডম্যান এবং শচীন টেন্ডুলকারের পর তৃতীয় সেরা টেস্ট ব্যাটসম্যান। আর ওয়ানডেতে সর্বকালের সেরা ব্যাটসম্যান। ভিভ রিচার্ডস ক্রিকেট ছেড়েছেন ১৯৯১ সালে। কিন্তু, এখনও ক্রিকেট বিশ্বে সমান সমাদৃত। আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগে তিনি এখন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে