স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের সুপার লিগে জমজমাট আসর গতকাল থেকে শুরু হলেও বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান মাঠে নামেন আজ। টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলার নিজেদের প্রথম ম্যাচে লাহোর ক্যালেন্ডার্সের বিপক্ষে বড় ধরণের জয় পেয়েছেন সাকিব- মুশফিকের দল করাচি কিংস। লাহোর বিপক্ষে সাকিবেরা জয় পায় ৭ উইকেটের বিশাল ব্যবধানে।
আজ করাচি কিংস জয় পেলেও আক্ষেপটা রেখে গিয়েছে করাচি কিংসের ও বাংলাদেশ ক্রিকেট দলের মারকুটে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। কারণ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামায় হয়নি তার। এ ম্যাচে একাদশে জায়গা হয়নি মুশফিকুর রহিমের। সকালে অবশ্য নিজের ফেসবুকের ভেরিফাইড পেজে লিখেছিলে, আজ ম্যাচ। দোয়া করবেন। একাদশে জায়গা হবে বলেই হয়তো মনে করেছিলেন। কিন্তু সেটা হয়নি। আজ করাচি কিংসের হয়ে উইকেট কিপিং করেন সাইফুল্লাহ বাঙ্গাশ।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস