শুক্রবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৭:৩৪

দুবাইয়ে কান ঢাকা রমিজ এবার সাকিবকে অপমান করলেন

দুবাইয়ে কান ঢাকা রমিজ এবার সাকিবকে অপমান করলেন

স্পোর্টস ডেস্ক: দুবাইয়ে আজ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজেদের প্রথম ম্যাচে সাকিবের বোলিং ও ব্যাটিং তাণ্ডবে দারুণ জয় পেয়েছে করাচির কিংস। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার এদিন বল হাতে ৪ ওভার বল করে ২৬ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ১ উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ৩৫ বল মোকাবেলা করে করেছেন ৫১ রানের এক দুর্দান্ত ইনিংস।  

ম্যাচ শেষে তাই অনুমিতই ছিলো ম্যাচ সেরার পুরষ্কার পাচ্ছেন সাকিবই। কিন্তু পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে রমিজ রাজা ভুল করে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করেন ৬২ রানে অপরাজিত থাকা লেন্ডন সিমন্সকে।  যদিও রমিজ পরে ভুল বুঝতে পেরে সাকিবকেই ডেকে নেন। কিন্তু এর মধ্যেই ঘটে গেছে কিছু ঘটনা।

রমিজ রাজার ঘোষণা অনুযায়ি সিমন্স পুরস্কার গ্রহণ ও ফোটোসেশন পর্যন্ত পার করে ফেলেছিলেন। ঠিক এমন সময় সাকিবের নাম ঘোষণা করায় সাকিব যেমন অপমানিত হয়েছেন ঠিক তেমনই অপমানিত হয়েছেন সিমন্স।

প্রসঙ্গত, রমিজ রাজা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আসর থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দলের বিরুদ্ধে একের পর এক অপমানজনক কথা বলেছেন। এমনকি ঘরের মাঠে টাইগাররা যখন পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতলো তখনও তিনি বলেছিলেন ‘পাকিস্তানকে হারানোর যোগ্যতা বাংলাদেশের নেই। বাংলাদেশের যোগ্যতা দিয়ে তারা পাকিস্তানকে হারায়নি বরং পাকিস্তান নিজ ইচ্ছায় বাংলাদেশের কাছে হেরেছে।’
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে