স্পোর্টস ডেস্ক: যুব টাইগার দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজের হাত ধরে বাংলাদেশের দীর্ঘ ১৮ বছরের প্রচেষ্টা সুফল হলো। শুক্রবার মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নেপাল অনুর্ধ-১৯ ক্রিকেট দলকে ৬ উইকেটে হারিয়ে যুব বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত সেমিফাইনাল খেলার টিকিট লাভ করে মিরাজ বাহিনী। যুব বিশ্বকাপে মিরাজের এমন দারুণ পারফরমেন্সে দেখে আনন্দে আবেগ আপ্লুত হয়ে ওঠে তার মা-বাবা।
বাংলাদেশ এর আগে কখনো ক্রিকেটের বৈশ্বিক কোনো টুর্নামেন্টে সেমিফাইনাল খেলতে পারেনি। শুধু ক্রিকেটই নয়, ফুটবল-হকির কোনো বৈশ্বিক টুর্নামেন্টে শেষ চারে বাংলাদেশ কখনো পা রাখতে পারেনি। অবশেষ বাংলাদেশে চলমান যুব বিশ্বকাপে ইতিহাস ভেঙে সেমি ফাইনালে নিশ্চিত করলেন মিরাজ বাহিনী।
যুব টাইগারদের অর্জনে উল্লাসে ফেটে পরে সারাদেশের ক্রিকেটপ্রেমীরাও। শুধু সেমিফাইনাল নয়, আসরের শিরোপাও ঘরে তুলবে বাংলার এ যুবারা, এমন প্রত্যাশাই মিরাজের মা-বাবার।
৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস