স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটম্যান হাশিম আমলার ইসলাম প্রীতির কথা সবারই জানা। একটি কোম্পানির বিয়ারের বিজ্ঞাপন লেখা জার্সি পরতে তিনি অস্বীকার করেছিলেন। এ জন্য ৫০০ ডলারের জরিমানা দিতেও প্রস্তুত ছিলেন তিনি। এবার আরও একটি নজির স্থাপন করলেন আমলা।
ছোট পোশাক পরেছিলেন এক ভারতীয় টেলিভিশন উপস্থাপিকা। এ জন্য তাঁকে সাক্ষাত্কার দিতে অস্বীকার করেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন টেস্ট অধিনায়ক হাসিম আমলা। উপস্থাপিকার ছোট পোশাক ও লো-নেক টপ দেখে তিনি খুবই অসন্তুষ্ট হন বলে জানা গেছে। ফলে সাক্ষাত্কারের আয়োজকদের সাফ জানিয়ে দেন, উপস্থাপিকা যদি এমন পোশাক পরে তাহলে তিনি সাক্ষাত্কার দেবেন না। পরে তাঁর কথা মেনে অন্য পোশাক পরে আমলাকে অনুরোধ করলে তিনি সাক্ষাত্কার দেন।
জন্মসূত্রে গুজরাতি আমলার মুখে রয়েছে সুন্নতি দাড়ি। আগে থেকেই তার ইসলামের শিক্ষার প্রতি অনুরাগ। তিনি ধার্মিক ক্রিকেটার। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন তিনি। পাশাপাশি রোজা রেখে ক্রিকেট খেলার নজিরও তার।
২০০৬-এ অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান তথা টেন স্পোর্টসের ধারাভাষ্যকার ডিন জোন্স আমলাকে ‘টেররিস্ট’ বলে চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচের সময় ধারাভাষ্য দিতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন জোন্স। সূত্র: এবিপি
৫ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/জেএম/আরএম