স্পোর্টস ডেস্ক : গত বছর চমকে দিয়েছিলেন যুবরাজ। এবারও কি সেই একই কাহিনী নতুনভাবে লেখা হবে? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। আগামী শনিবারই আইপিএল ভাগ্য নির্ধারিত হয়ে যাবে যুবরাজ সিংয়ের। নবম আইপিএল-এর নিলামের আসর বসতে চলেছে সেদিনই। তার আগে সব থেকে বেশি জল্পনার কেন্দ্রে সেই যুবরাজ সিংই।
গত মরশুমে রেকর্ড পরিমান ১৬ কোটি রুপী খরচ করে যুবরাজকে দলে নিয়েছিল দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু সেই মতো খেলতে পারেননি তিনি। অসুস্থতা সারিয়ে সদ্যই ফিরেছিলেন তিনি। কিন্তু এবার যুবরাজকে আগেই রিলিজ করে দিয়েছে দিল্লি। এবার নিলামে তাই সবার লক্ষ্য তিনিই। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে টি-২০ তে নিজেকে প্রমান করেছেন তিনি। সামনে রয়েছে শ্রীলঙ্কা সফর। তার আগেই নিশ্চিত হয়ে যাবে কোন দলের জার্সিতে এবার আইপিএল-এ খেলবেন যুবি।
দেশের সেরা টি-২০ প্লেয়ারের বেস প্রাইস দু’কোটি। আশা করাই যায় জাতীয় দলে কামব্যাক করার পর তার দাম দু’কোটি ছাড়িয়ে যাবে। যদিও অস্ট্রেলিয়ায় প্রথম দুটো টি-২০ ম্যাচে ব্যাট করার সুযোগ আসেনি যুবরাজের সামনে। কিন্তু শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে যুবরাজের ব্যাট যেভাবে ভারতকে ভরসা দিয়েছে ও জয় ছিনিয়ে এনেছে তাতে নতুন করে তার উপর ভরসা রাখতেই পারে ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এই সিরিজে উইকেটও এসেছে তাঁর বল থেকে। এবার শুধু সময়ের অপেক্ষা।
৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস