স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে হারিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। এরপর টানা ৬ ম্যাচে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও পাকিস্তানের বিপক্ষে হেরে আসর থেকে ছিটকে যায় টাইগাররা।
নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলংকাকে হারালেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে সেমিফাইনালের আগেই ভারত থেকে দেশে ফিরে আসে বাংলাদেশ দল।
ভারত বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখানো বাংলাদেশ দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে হতাশ পুরো দেশবাসী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, গত এক দশক ধরে বিসিবির রীতি হয়ে গেছে অন্যের ওপর দোষ চাপানো। যখন কোনো ভুল উঠে আসে তখন সেটা অন্যের ভুল অথবা ষড়যন্ত্র বলে চালিয়ে দেওয়া হয়। কোন জবাবদিহিতা ও সম্মিলিত নেতৃত্ব ছাড়াই বিসিবি ওয়ান ম্যান শো হয়ে গেছে।
বিসিবির সাবেক এই সভাপতির অধীনেই ১৯৯৯ সালে প্রথম বিশ্বকাপ খেলে বাংলাদেশ দল। তার সময়ে টেস্ট স্ট্যাটাস পায় টাইগাররা।
সাবের হোসেন চৌধুরী আরও বলেন, বিশ্বকাপ কোনো শিশুর খেলা নয়। ধারাবাহিকতা, সততা ও পেশাগত দক্ষতা; বিশৃঙ্খলা ও নাটকের মধ্যে গুরুতর বাস্তব পরিস্থিতি ঢাকতে হাস্যরসের যোগান দেওয়া কোনো ক্লাউন নয়।
এক প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, দলের বাজে পারফরম্যান্সের কারণে অতীতে অনেক তারকাকে সরিয়ে ফেলা হয়েছে। এবারও হয়তো কাউকে বলির পাঁঠা বানানো হতে পারে।