বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১২:৩৯:৪৪

ওয়ানডে বোলারদের র‌্যাংকিং প্রকাশ, এবার শীর্ষে যার নাম

ওয়ানডে বোলারদের র‌্যাংকিং প্রকাশ, এবার শীর্ষে যার নাম

স্পোর্টস ডেস্ক: এ যেন মিউজিক্যাল চেয়ারের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান নিয়ে। গেল ৮ নভেম্বর শাহিন আফ্রিদিকে টপকে শীর্ষে উঠে এসেছিলেন ভারতের মোহাম্মদ সিরাজ। এর ঠিক ছয়দিন পর আবারো পরিবর্তন হলো ওয়ানডে বোলারদের শীর্ষ স্থান।

এবার মোহাম্মদ সিরাজকে টপকে শীর্ষে উঠে আসলেন প্রোটিয়া স্পিনার কেশভ মাহারাজ। বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে এমন সংবাদে বেশ উজ্জীবিত মাহারাজ।

গত বুধবারের পর তিন ম্যাচে সাত উইকেট পেয়েছেন মাহারাজ। যার মধ্যে কিউইদের বিপক্ষে পুনেতে একাই নিয়েছিলেন চার উইকেট। যারা ভারতীয় ব্যাটারদের সমস্যা ফেলছিল তাদের মধ্যে মাহারাজ অন্যতম, যিনি কি না ভারতের বিপক্ষে ৩০ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন। শেষ ম্যাচে আফগানদের বিপক্ষেও পেয়েছেন দুই উইকেট।

অন্যদিকে, সিরাজও কম যাননি। তবে তিনি মাহারাজের থেকে এক উইকেট কম পেয়েছেন। যার দরুন তিন রেটিং পয়েন্ট কমে গেছে তার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে