স্পোর্টস ডেস্ক : সবারই জানা আছে তামিম ইকবাল আফ্রিদির দলের হয়ে ব্যাট হাতে বিশ্ব কাঁপিয়েছেন। সব কিছুর দিকে দৃষ্টি দিতেই দেখা গেল তামিম ইকবাল কতটা বাজিমাত দেখিয়েছেন।
দেশের হয়ে ওপেনার ব্যাটসম্যান হিসাবে মাঠ কাঁপাতে নামেন তামিম ইকবাল। শহীদ আফ্রিদির দল পেশওয়ার জামমিরও ওপেনার ব্যাটসম্যান তামিম ইকবাল।
দুর্দান্ত হাফসেঞ্চুরি উপর দিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগান নতুন বুম বুম তামিম। আফ্রিদির পেশওয়ার ও মিসবাহর ইসলামাবাদ মাঠে নামে এদিন।
তামিম ইকবাল ৫১ রান করেন। পাকিস্তান সুপার লিগের টি-টোয়েন্টির আসরে দলের হয়ে ১৮ ওভার পর্যন্ত ব্যাট করেন। কিন্তু দুই দলের ইনিংসেই ওপেনার তামিমের রান সর্বোচ্চ।
জামমির দ্বিতীয় সর্বোচ্চ রান ১৬। আফ্রিদি ও ইউসুফ করেন এই রান। বিপরীত শিবিরে সর্বোচ্চ ২৮ রান করেন ওয়াটসন।
জামমি জয় পায় ২৪ রানে। আর এই জয়ে তামিম শুধু নিজেকে নয় উজ্বল করেছেন দেশের মান। এনেছেন নতুন পরিচিতি। বাংলাদেশকে এনে দিয়েছেন অনন্য এক মর্যাদা।
বড় বড় তারকাদের মাঝে লাল সবুজে লালিত সন্তানরা যে অদম্য সে প্রমাণ অন্তত এ দিন দিয়েছেন দেশের ক্রিকেটের রাখাল রাজা তামিম ইকবাল।
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর