শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১৪:৩০

ভারতে আসছে আফ্রিদিরা, চিন্তায় ভারত

ভারতে আসছে আফ্রিদিরা, চিন্তায় ভারত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতে নেমে যেন রাতের ঘুম ছুটছে সিএবি-র। অবশ্যই যার নেপথ্যে তিন বছর পর শহরে পাকিস্তান ক্রিকেট দলের আগমন। বিশ্বকাপ শুরুর আগে প্রায় এক সপ্তাহ কলকাতাতেই এক জোড়া ওয়ার্ম আপ ম্যাচ-সহ প্রস্তুতি শিবির বসাচ্ছেন শাহিদ আফ্রিদিরা।

আর তার জন্য নিরাপত্তা প্রবল জোরদার করতে প্রশাসনের সঙ্গে সিএবি-র প্রস্তুতিও চলছে যুদ্ধকালীন তৎপরতায়। কারণ কাছাকাছি ওই সময়ে রাজ্যে বিধানসভা ভোটের দামামাও বেজে যাওয়ার কথা। শুধু পাকিস্তানই নয়, মার্চের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহে একই সময় শহরে থাকবে ভারত, ওয়েস্ট, ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ— একসঙ্গে চারটে দেশের জাতীয় দল। ফলে নিরাপত্তা আঁটোসাঁটো রাখতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে সিএবি ও রাজ্য প্রশাসনের অন্দরে।

শুক্রবার বিকেলে নবান্নে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। পরে তিনি বললেন, ‘‘দশই মার্চ শহরে ঢুকে পড়ছে পাকিস্তান টিম। এক সপ্তাহ এখান থেকে বিশ্বকাপের প্রস্তুতি নেবে ওরা। সেই সময় আবার আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ব্যস্ত থাকবে প্রশাসন। সব নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হল এ দিন।’’

ক্রীড়াসূচি অনুয়ায়ী, ১০ মার্চ ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচ রয়েছে ধোনির ভারতের। দু’দিন পরেই ইডেনে পাকিস্তানের  ওয়ার্ম আপ ম্যাচ। ঠিক তার পরের দিনই ইডেনে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। ১৪ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনে শেষ প্রস্তুতি ম্যাচ পাকিস্তানের। যার দু’দিন পরে ইডেনেই বিশ্বকাপ অভিযান শুরু করবে পাক দল।

সিএবি সূত্রে খবর, পাকিস্তান-সহ অন্য দলগুলো অনুশীলন করবে ইডেন এবং সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। তাই কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেট যৌথ ভাবে থাকবে ক্রিকেটারদের নিরাপত্তা দেখভালের জন্য। সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে বললেন, ‘‘আইসিসির টুর্নামেন্টে পুলিশের সঙ্গে সিএবির যৌথ ভাবে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই দু’তরফে আলোচনা হয়েছে। আগামী এক মাসে তা আরও বাড়বে।’’-আনন্দ বাজার
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে