শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৩২:২৮

আর আমিরাতে গেইলকে কাঁদিয়ে দিলেন সাকিব আল হাসান

আর আমিরাতে গেইলকে কাঁদিয়ে দিলেন সাকিব আল হাসান

স্পোর্টস ডেস্ক : একজন বিশ্বসেরা অলরাউন্ডার অন্যজন টি-টোয়েন্টিতে বিশ্বের সেরা ব্যাটসম্যান। আরব আমিরাতে হয় এই দুই তারকার লড়াই।

ক্রিস গেইলরা এদিন পড়েন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসানের ফাঁদে। এই ফাঁদ থেকে মুক্তি মেলেনি লাহোর কান্দাহারের।

লাহোরের হয়ে ওপেনিংয়ে ব্যাট করতে নামা গেইল আউট হন মাত্র ৬ রানে। সাকিব আল হাসান করাচি কিংসের হয়ে বল-ব্যাট দুটিই করেন গেইলদের বিপক্ষে।

পাকিস্তানের জাতীয় দলের অধিনায়ক ও স্তম্বতুল্য ব্যাটসম্যান আজহার আলীতে বোল্ড করেন সাকিব। দলীয় মাত্র ৩৭ রানে এই মূল ব্যাটসম্যান দিবায় নিলে বিপদেই পড়ে লাহোর।

এর পরে যোগ হয় আমিরের তাণ্ডব। আমিরের হ্যাট্টিকে ১২৫ রানেই থেমে যেতে হয় লাহোর কান্দাহারকে। এই সহজ টার্গেটে শুরুটা ভালো হয়নি সাকিবের দলের।

মাত্র ৪ রানে চলে যায় দুটি উইকেট। এর পরে ব্যাট হাতে নেমে উইকেটের পতন রুখে দেন সাকিব। ৩৫ বলে দুর্দান্ত বেগে ৫১ রান করে জয়ের ভিত এনে দেন সাকিব।

প্রতিপক্ষ গেইলকে কাঁদিয়ে দেয়া সাকিব হতাশ করেন আমিরকেও। আমিরের হ্যাট্টিকও রুখে দেন তিনি। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন সাকিব।

সাকিবময় ম্যাচে করাচি জয় পায় সাত উইকেটের বড় ব্যবধানে। আর ১৫. ৫ ওভারে ১৩১ রান করে জয় নিশ্চিত করে সাকিবের দল।
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর   

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে