স্পোর্টস ডেস্ক : গুঞ্জনটা অনেক দিন ধরেই চলছিল ক্রিকেটপাড়ায়। তবে এবার নিজেই সুখবরটা জানালেন লিটন দাস। প্রথমবারের মতো কন্যাসন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের এ ওপেনিং ব্যাটার।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এই খবর লিটন নিজেই জানিয়েছেন।
ফেসবুক পোস্টে লিটন লেখেন, আজ সকাল ৯টা ২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদেরকে আপনাদের সু-বিবেচনায় রাখুন।
এর আগে, বিশ্বকাপের মাঝেই দুবার দেশে ফিরেছিলেন ওপেনার লিটন দাস। ওই সময় বিসিবির পক্ষ থেকে তার ছুটির কারণ হিসেবে পারিবারিক ইস্যুর কথা বলা হয়েছিল।