শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৬:৫৯

আইপিএলের নিলামে বিশ্বতারকারা কে কত কোটি পেলেন?

আইপিএলের নিলামে বিশ্বতারকারা কে কত কোটি পেলেন?

স্পোর্টস ডেস্ক : আইপিএলের নিলাম চলছে। বিশ্বতারকাদের নিলাম মূল্য ঘোষণা করা হয় এরই মধ্যে। বাংলাদেশের বেশ কয়েকজন তারকা আইপিএলে খেলার জন্য ডাক পেয়েছেন।  

নিলামে ৭ কোটিতে যুবরাজকে দলে নিল সানরাইজার্স। ৪.৮ কোটি টাকায় মিচেল মার্শকে নিল পুণে সুপারজায়েন্ট। ২ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স নিল স্টুয়ার্ট বিনিকে৷

১ কোটি টাকায় ইরফান পাঠানকে নিল পুণে সুপারজায়েন্ট৷ ২.৩ কোটি টাকায় দীনেশ কার্তিককে নিল গুজরাত লায়ন্স৷

৩.৮ কোটি টাকায় ইংল্যান্ড উইকেটকিপার ব্যাটসম্যানকে নিল মুম্বই ইন্ডিয়ান্স৷এবারের নিলামে প্রথম কোনও প্লোয়ারকে নিয়ে দর হাঁকে কলকাতা নাইট রাইডার্স৷

৪.২ কোটি টাকায় উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে নিল দিল্লি ডেয়ারডেভিলস৷ প্রথমবার নিলামে বিক্রি হল না চেতেশ্বর পূজারা, হাশিম আমলা, জর্জ বেইলি৷

নয় মার্কি প্লেয়ারের নিলাম শেষ৷বিক্রি হলে না দু’ জন৷ গাবটিল ও ফিঞ্চ৷দ্বিতীর বার অবশ্য এঁদের জন্য সুযোগ থাকছে৷ মার্কি প্লেয়ারদের নিয়ে কোনও দর হাঁকেনি কলকাতা নাইট রাইডার্স৷

২.৩ কোটি টাকায় ডেল স্টেইনকে নিল রাজকোট লায়ন্স৷ প্রোটিয়া পেসারকে নিলে দর হাঁকে আরসিবি ও গুজরাত৷

৭ কোটি টাকায় যুবারাজ সিং কে নিল সানরাইজার্স হায়দরাবাদ৷গতবারের নিলামে ১৬ কোটি টাকায় যুবিকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস৷এদিনের নিলামে তাদের প্রাক্তন প্লেয়ারের জন্য দল হাঁকলেন বিজয় মালিয়ার রয়্যাল চ্যালঞ্জার্স৷

৫.৫ কোটি টাকায় আশিস নেহেরাকে নিল সানরাইজার্স হায়দরাবাদ৷ প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব দর হাঁকলেও সানরাইজার্সের সামনে পিছিয়ে যায়৷সদ্য ভারতীয় দলে প্রত্যাবর্তন করা নেহেরার নন্যুতম দাম ছিল ২ কোটি৷এশিয়া কাপ ও  টি-২০ বিশ্বকাপের দলে রয়েছেন দিল্লির বাঁ-হাতি পেসার৷
 
৯.৫০ কোটি টাকায় মার্কি প্লেয়ার শেন ওয়াটসনকে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷অজি অল-রাউন্ডারের ব্রেস প্রাইস ছিল দু’টি কোটি৷কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ও মুম্বই ইন্ডিয়ান্সের লড়াইয়ে অপ্রত্যাশিত সাড়ে ন’কোটি টাকা দাম উঠল ওয়াটসনের?  

আইপিএল নাইন নিলামে প্রথম আনসোল্ড প্লেয়ার নিউজিল্যান্ডের মার্টিন গাবটিল৷ ৩.৮ টাকায় ইশান্ত শর্মাকে নিল পুণে সুপারজায়েন্ট৷ নিলামে দ্বিতীয় ক্রিকেটার কিনল সঞ্জীব গোয়েঙ্কার দল৷

২.৩ কোটি টাকায় ডোয়েন স্মিথকে নিল গুজরাত লায়ন্স৷ ৩.৫ কোটি টাকায় প্রাক্তন ইংরেজ ব্যাটসম্যান কেপি-কে নিল সঞ্জীব গোয়েঙ্কার পুণে সুপারজায়েন্ট ৷ধোনির দলের হয়ে আইপিএল নাইন খেলবেন পিটারসেন৷

প্রথম মার্কি প্লেয়ার হিসেবে নাম উঠল কেভিন পিটারসেনের৷ বেঙ্গালুরুতে শুরু নবম আইপিএল নিলাম৷বিক্রয়যোগ্য ক্রিকেটারের সংখ্যা ৩৫১৷ এর মধ্যে হাতুরির নিচে উঠবেন মোট ১৬১ জন ক্রিকেটার৷ কলকাতা
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে