স্পোর্টস ডেস্ক : পূর্ব নির্ধারিত সময় অনুয়ায়ি আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়। পছন্দের ক্রিকেটারকে খুঁজে খুঁজে দলে নিয়েছে প্রতিটি দলের মালিকরা।
এবারের আইপিএলে খেলার জন্য বাংলাদেশের ৬ জন ক্রিকেটার ডাক পান। তারা হলেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সৌম্য সরকার, পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আইপিএলে মুশফিকের ভিত্তি মূল্য ধরা হয় ৫০ লক্ষ্য রুপি। কিন্তু প্রথম পর্বের নিলামে কোনো দল আগ্রহ দেখায়নি তাকে দলে নেয়ার জন্য।
সাকিব আল হাসানের ঠিকানা কলকাতা নাইট রাইডার্স। এছাড়া অন্য চার জনের নিলাম অনুষ্ঠিত হয়নি এখনো। কিন্তু দুঃখজনক বার্তা এরই মধ্যে পৌঁছে গেছে মুশফিকের কাছে।
তবে সব সুযোগ শেষ হয়নি তার। পরে কোনো দল আগ্রহ প্রকাশ করলে নিজ ঠিকানায় যাবেন তিনি।
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর