স্পোর্টস ডেস্ক : পাত্রী আরবের সুন্দর তরুণী। সৌদি আরবের জেদ্দায় ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানের শশুড় বাড়ি।
ইরফান পাঠানের পরিবার জানিয়েছে তাদের বিয়ের নানা দিক। পারিবারিক সূত্রে জানা যায় প্রায় ৩ মান আগে তাদের বাগদান সম্পন্ন হয়।
আর সম্প্রতি তাদের তাদের বিয়ে হয় মক্কার পবিত্র হারাম শরীফে। টাইমস অফ ইন্ডিয়া জানায়, বিয়েতে উপস্থিত ছিলেন পাঠানের বড় ভাই ইউসুফ পাঠান।
মক্কার পবিত্র নগরীতে ধর্মীও আইনে বিয়ে অনুষ্ঠিত হয় এই ভারতীয় ক্রিকেটারের। পাঠানের স্ত্রীর নাম সাফা। জেদ্দার আজিজিয়া শহরে বড় হন সাফা।
সাফার বাবার নাম মির্জা ফারুক। সাফা আজিজিয়ার একটি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন।
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর