রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ০৪:০৪:০৭

বিপদে ভারত, শুরুতেই নেই ৩ উইকেট!

বিপদে ভারত, শুরুতেই নেই ৩ উইকেট!

স্পোর্টস ডেস্ক: আনুষ্ঠানিকভাবে দামামা বাজছে বিশ্বকাপ ফাইনালের। সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ে পাঠিয়েছে দুইবারের শিরোপাধারী ভারতকে। 

রোহিতদের সামনে এক যুগের শিরোপা খরা ঘুচানোর সুযোগ। অন্যদিকে অস্ট্রেলিয়ার সামনে ষষ্ঠ শিরোপার হাতছানি। এখন দেখার বিষয়— আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শেষ হাসি কে হাসে!

সংক্ষিপ্ত স্কোর : ভারতের সংগ্রহ- ১০৭/৩ (ওভার : ১৮.০)

 একশো পেরিয়ে ভারত
উড়ন্ত শুরুর পর পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে কিছুটা বিপাকে পড়েছিল ভারত। লোকেশ রাহুল-কোহলি মিলে সেই বিপর্যয় সামল দেওয়ার চেষ্টা করছেন। এই দুইজনের সাবধানী ব্যাটিংয়ে ১৫ ওভার ৪ বলে ১০০ পেরিয়েছে ভারত।

বিপদে ভারত, শুরুতেই নেই ৩ উইকেট!
রোহিতের পর উইকেটে এসে আক্রমণাত্মক শুরুর চেষ্টা করেছিলেন শ্রেয়াস আইয়ার। তার খেলা দ্বিতীয় বলে ম্যাক্সওয়েলকে বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেন। তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। পরের ওভারেই এই ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন প্যাট কামিন্স। এই পেসারের খানিকটা নিচু হওয়া বলে শট অফার করে বিপদে পড়েন আইয়ার, ব্যাটের বাইরের দিকের কানায় লেগে বল চলে যায় উইকেটকিপারের গ্লাভসে। তাতে ৩ বল খেলে ৪ রানেই থামতে হয় আইয়ারকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে