স্পোর্টস ডেস্ক : পিএসএল খেলার স্বপ্ন পূরণ হয়নি টাইগার ক্রিকেটার মুস্তাফিজের। এবার পূরণ হতে যাচ্ছে তার বড় একটি স্বপ্ন।
তামিমরা যখন পাকিস্তানের টি-টোয়েন্টি আসরে খেলছেন তখন ভারত থেকে মুস্তাফিজের জন্য উড়ে এসেছে একটি সুখবর।
আর সেটি হলো ভারতের একটি আইপিএল দল আকর্ষণীয় মূল্যে দলে নিয়েছে তাকে। ১ কোটি ৪০ লাখে ( রুপি) সানরাইজার্স হায়দারাবাদে চুক্তিবদ্ধ হয়েছেন মুস্তাফিজুর রহমান।
মাত্র পাঁচ মাস আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুস্তাফিজুর রহমান। আর আর এই কয়েকদিনের দ্যুতিতেই বিশ্বের বড় বড় টুর্ণামেন্টে খেলার জন্য ডাক পাচ্ছেন তিনি।
নবম আইপিএল মুস্তাফিজ কোন দলে যান সেটি নিয়ে ভক্তদের আগ্রহ ছিল ভক্তদের। রোববার নিলামের সুবাধে পাওয়া যায় এই উত্তর।
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর