স্পোর্টস ডেস্ক: স্বাগতিক ভারতের ৬ উইকেটের হার আর অস্ট্রেলিয়ার ৬ষ্ঠ বিশ্বকাপ। ভারতের মাটিতে বিশ্বকাপ শেষ হলো বড় রকমের নীরবতা দিয়ে।
নিজ দেশের মাটিতে ভারতের এমন হারে স্তব্ধ ছিল গোটা নরেন্দ্র মোদি স্টেডিয়াম। ফাঁকা সেই মাঠেই ট্রফি নিয়ে উল্লাস করলেন প্যাট কামিন্স-ট্রাভিস হেডরা। আর ভারত ডুবল বিষাদের নীল সমুদ্রে।
বিশ্বকাপের পর এখন ব্যস্ততা পরিসংখ্যান আর সেরা একাদশের যাচাইবাছাই নিয়ে। দিনকয়েক আগেই নিজেদের সেরা একাদশ ঘোষণা করেছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এবার নিজেদের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন ম্যাগাজিন। একাদশে যথারীতি রাজত্ব করেছেন ভারতের ক্রিকেটাররা।
উইজডেনের প্রকাশিত এই বিশ্বকাপের সেরা একাদশের ৬ জনই বিশ্বকাপে রানার্সআপ হওয়া ভারতের। ৩ জন জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। নিউজিল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা থেকে সেরা ১১তে এসেছেন ১ জন করে।
একাদশে ওপেনার হিসেবে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রয়েছেন বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। রোহিত এবারের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের কীর্তি গড়েছেন। আর সেমিফাইনাল-ফাইনালের বিগ ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন হেড।
বিরাট কোহলি টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার এবং সিরিজ সেরা খেলোয়াড়। স্বাভাবিকভাবেই জায়গা করে নিয়েছেন এই একাদশে। ফর্মে থাকা ড্যারেল মিচেল এই একাদশে নিউজিল্যান্ডের একমাত্র প্রতিনিধি। বিশ্বকাপে নিয়মিত রানের দেখা পেয়েছিলেন এই কিউই ব্যাটার।
এরপরেই আছেন লোকেশ রাহুল, গ্লেন ম্যাক্সওয়েল এবং রবীন্দ্র জাদেজা। রাহুল এই স্কোয়াডের উইকেটরক্ষক। স্পিন বোলিং অলরাউন্ডার আর লোয়ার মিডল অর্ডারের ভারসাম্য রক্ষা করবেন ম্যাক্সওয়েল ও জাদেজা।
পেসার হিসেবে একাদশে জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েটজি, ভারতের মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর। স্পিনার হিসেবে রয়েছেন অ্যাডাম জাম্পা।
উইজডেনের বিশ্বকাপ একাদশ: রোহিত শর্মা, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারেল মিচেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, রবীন্দ্র জাদেজা, জেরাল্ড কোয়েটজি, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।