স্পোর্টস ডেস্ক : সকাল থেকে (শনিবার) চলছে আইপিএলের নিলাম। নিলাম শুরু হওয়ার পরেই তীর্থের কাকের মত হয়ে যান ক্রিকেটপ্রেমীরা।
প্রিয় তারকারা কে কোন দলে যান এবং কত কোটিতে চুক্তি সম্পন্ন করেন সেটি জানতে আগ্রহের বারুদ ছিল তুঙ্গে। বাংলাদেশের আইকন মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল আসরে যা হয় তা অবাক কাণ্ডই বটে।
দুটি দলের মধ্যে তাকে নিয়ে শুরু হয় টানাটানি। তবে এর আগে এমনই শঙ্কা ছিল মুস্তাফিজকে নিয়ে। ভারতের জি নিউজ জানায় বাংলাদেশের ক্রিকেটের নতুন নায়ক মুস্তাফিজুর রহমানকে পেতে ঝাঁপিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আর সানরাইজ হায়দারাবাদ।
কিন্তু টানাটানিতে জয়পায় হায়দারাবাদ। ১ কোটি ৪০ লক্ষ টাকায় তাকে দলে ভেড়ায় হায়দারাবাদ। এর আগে মুস্তাফিজের বোলিংয়ে বিধ্বস্ত হয় ভারত।
ধস নামে ভারতীয় ক্রিকেট শিবিরে। ধোনি-কোহলিরা ভিলেনে পরিণত পরিণত হয়েছিলেন ঢাকার মাটিতে। আর সেই মুস্তাফিজকে নিয়ে যে আইপিএলে টানাটানি হবে এটা ধারনা করা গেছে বেশ আগেই।
তবে দুর্ভাগ্য মুশফিক, তাসকিন, তামিম ও সৌম্য সরকারের জন্য। কেননা সর্বশেষ রিপোর্টে কোন দল আগ্রহ প্রকাশ করেনি তাদের দলে নেয়ার জন্য।
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর