শনিবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৩৯:৪৩

এবার আইপিএল খেলব আমি : মুস্তাফিজ

এবার আইপিএল খেলব আমি : মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : মুস্তাফিজুর রহমান ছিলেন ঢাকায় ব্যস্ত ছিলেন শুটিংয়ে। আইপিএলে তাকে নিয়ে টানাটানি বিভিন্ন দলের মধ্যে। আর এটা তখন ক্ষুদে বার্তায় জানতে পারেন মুস্তাফিজুর রহমান।

কিভাবে কোন দলে দলে সুযোগ হয়েছে তার এটাও তিনি জানেন নায়করুপি সাজে। মুস্তাফিজুর রহমান দল পাওয়ার পর তার অনুভূতি ব্যক্ত করেন।

মুস্তাফিজ বলেন, এখন আমার খুব ভালো লাগছে। আইপিএলে এর আগে সাকিব ভাই, তামিম ভাইরা খেলছেন। আর এবার আইপিএল খেলব আমি।

মুঠোফোনে একটি গণমাধ্যমকে মুস্তাফিজ বলেন, আমার ইচ্ছা ছিল আইপিএলে খেলার। এখন সে ইচ্ছা পূরণ হতে যাচ্ছে।

মুস্তাফিজকে ১ কোটি ৪০ লক্ষ টাকায় দলে নেয় সানরাইজ হায়দারাবাদ। এই টাকার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। আমার ইচ্ছা এই ধরনের আসরে অংশ নেয়ার। টাকা নিয়ে আমি মাথা ঘামাই না।
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে