স্পোর্টস ডেস্ক : ব্যাটারদের জন্য সময় বেঁধে দেওয়া ছিল আগেই। সেই সময়ের ফেরে পরে ‘টাইমড আউট’ হয়েছিলেন অ্যাঞ্জেলা ম্যাথুজ। জন্ম হয় নানা বিতর্কের। এবার বোলারদের জন্যও সময় বেঁধে দিল আইসিসি।
আহমেদাবাদে আইসিসির সভায় নতুন নিয়মটি কার্যকরের অনুমতি দেওয়া হয়েছে। ফলে এখন থেকে এক ওভার থেকে আরেক ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড বা এক মিনিট সময় পাবেন বোলাররা।
‘স্টপ ক্লক’ নামের এই নিয়মের বলা হয়েছে, বোলিং দল যদি এক ইনিংসের মধ্যে তিনবার একইভাবে দেরি করে তাহলে তাদের ৫ রান পেনাল্টি করা করা হবে। যা ব্যাটিং দলের পাশে যোগ হবে। আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই নিয়মের পরীক্ষা-নিরীক্ষা চলবে। পরে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।