স্পোর্টস ডেস্ক : আসন্ন ৯ এপ্রিল আইপিএলে মেতে উঠবে ক্রিকেট দুনিয়া। শুরু হতে যাওয়া নবম আইপিএল আসরে চড়া মূল্য সাকিব আল হাসানের।
সাকিব আল হাসানের দল বদল হয়নি। শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন তিনি। মাত্র ৪ লক্ষ দিয়ে সাকিবের আইপিএল যাত্রা শুরু হয়।
পরে এক কোটি ও পোনে দুই কোটিতেও আইপিএল খেলেছেন তিনি। এবারের আইপিএল খেলে সাকিব আল হাসান পাবেন ২ কোটি ৮০ লক্ষ টাকা।
তবে সে তুলনায় বেশি মূল্য পাচ্ছেন অন্যান্য ক্রিকেটাররা। সাকিব ও মুস্তাফিজ যত বড় মাপের তারকা সে তুলনায় কমই পারিশ্রমিক পাচ্ছেন তারা।
৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর