স্পোর্টস ডেস্ক: আইসিসির সহযোগী দেশে নামিবিয়ার সাথে ছেলেখেলা করে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল ভারতের যুবারা। নামিবিয়ার সামনে তারা ৩৫০ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় ভারতীয় যুবারা। যা নামিবিয়ার মতো দলে দলের পক্ষে ওই রান করা অসম্ভব দাড়ায়। নামিবিয়া অল আউট ১৫২ রানেই। ভারতের জয় ১৯৭ রানে। সেই সঙ্গে সেমিফাইনালে উঠে গেল তারা। শেষ চারে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড বা শ্রীলঙ্কার মধ্যে যে কেউ। শুক্রবার প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠে বাংলাদেশ।
শনিবার ফতুল্লায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান তুলে টুর্নামেন্টের এক নম্বর ফেভারিট ভারত। সেঞ্চুরি করেছেন ওপেনার রিশাব রাজেন্দ্র। ৯৬ বলে ১১১ রান করেন তিনি।
শুরুতে ওপেনার ইশান কিষানকে ৬ রানে হারালেও অপর ওপেনার রিশাব রাজেন্দ্র ও ওয়ান ডাইন অমোলপ্রিত সিং দলকে ভালো জায়গায় নিয়ে যান। ৮২ বলে সেঞ্চুরি করেন রিশাব। অমোলপ্রিত ৪১ রান করেন। এরপর সরফরাজ খান, আরমান জাফর ও মহিপালের ভালো ব্যাটিংয়ে রান পাহাড়ে চড়ে ভারত। সরফফরাজ খান ৭৬, আরমান ৬৪ ও মহিপাল ৪১ রান করেন। নমিবিয়ার পক্ষে কোজি ৩ উইকেট নেন।
জবাবে ৩৯ ওভারেই অলআউট হয় নামিবিয়া। সংগ্রহ মাত্র ১৫২ রান। সর্বোচ্চ ৩৩ রান আসে ডেভিনের ব্যাট থেকে। ভারতের পক্ষে ডাগার তিনটি উইকেট নেন।
৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ২৪/আল-আমিন/এএস